স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা আর নেই। মাত্র ৬০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফুটবলের রাজপুত্র। আর তার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানায়ক। ২৫ নভেম্বর রাতে (বাংলাদেশ সময়) না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা।
তাঁর আইনজীবী খবরটি নিশ্চিত করেছে। কোটি কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন ম্যারাডোনা।
৬০ তম জন্মদিনের কয়েকদিন পরেই মাথায় অস্ত্রোপচার হয় ম্যারাডোনার। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি যাওয়া হয়নি ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার। মাত্রাতিরিক্ত মদ্যপান ছাড়ানোর জন্য ফুটবলের রাজপুত্রকে রাখা হয় রিহ্যাব সেন্টারে। তারপর বাড়ি ফিরলেও না ফেরার দেশে চলে গেলেন দিয়েগো।
১৯৮৬ সালের বিশ্বকাপে একক নৈপুন্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ‘হ্যান্ড অফ গড’ এবং ছয় জনকে কাটিয়ে গোল যা ‘গোল অফ দ্য সেঞ্চুরি’। দুটিই যেন ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। আর তার পরেই কিংবদন্তিতে পরিনত হয়েছিলেন। চার বছর পর ফের আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তুললেও জার্মানির কাছে হারতে হয়।