নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানির রিং সাইন টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানিটির কারখানা বন্ধের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় দফায় কোম্পানিটির কারখানা ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
এর আগে বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ এর প্রভাব এবং আমদানিকৃত কাঁচামালের অভাবজনিত কারণে প্রথম দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ও দ্বিতীয় দফা ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।