22 C
Dhaka
ডিসেম্বর ৪, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ফ্রেন্ডস ফেডারেশন এস.এস.সি ১৯৯৮- এইচ.এস.সি ২০০০ এর বর্ষপূর্তি ”সৌহার্দ্যরে ‘৯৮” অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : ফ্রেন্ডস’ ফেডারেশন এস.এস.সি ১৯৯৮- এইচ.এস.সি ২০০০ এর বর্ষপূর্তিতে আয়োজিত ”সৌহার্দ্যরে ‘৯৮” অনুষ্ঠানটি গত ১৩ই নভেম্বর, ২০২০, শুক্রবার সাভারের হেমায়েতপুরে অবস্থিত লাজ পল্লী কনভেনশন সেন্টার ও হলিডে হোমে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৯৯৮ সালে এস.এস.সি পাশ করা বিভিন্ন স্কুলের সাত শত এর অধিক বন্ধুরা অংশ গ্রহণ করেন। মোঃ হুমায়ন কবির (আর জে নিরব) এবং সুলতানা উর্মির সঞ্চালনায় বন্ধুদের পরিচয় পর্ব, আড্ডা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসব মূখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন গ্রুপ সংগঠন করিমন, নজরুল, লিমি, বুলু, মেহেদী, শিপন, পলি, নিলু, মাসুম, জাহিদ, মাহিদ, ফারুক এবং নুরুল্লা সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। উক্ত অনুষ্ঠানে সকল বন্ধুদের ঐক্য, সৌহার্দ্য এবং অভিন্ন স্বত্তার বন্ধনে গড়া ঐক্যের ’৯৮ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


আরো খবর »

প্রাথমিকের বই ২৭ ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে দেয়ার সুপারিশ

উজ্জ্বল

অনৈতিক উপায়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগের সুযোগ নেই

Fahim Shaon

১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে

উজ্জ্বল