তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শংকর রবিদাস বুড়ি (৫২) নামে একজনকে আটক করেছে।
শুক্রবার ( ৯ জুন) রাতে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটককৃত আসামি ভাড়াউড়া চা বাগানের মৃত মনুয়া রবিদাস এর পুত্র শংকর রবিদাস ওরফে বুড়ি (৫২) তার বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় আসামির বসতবাড়ি থেকে ৭টি ড্রামের ভেতর থেকে ৪৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর লক্ষ্যমাত্রা রেখে অভিযান প্রতিনিয়ত চালিয়ে যাবো।
তিনি আরও বলেন, ৪৮০ লিটার চোলাই মদসহ আটককৃত আসামিকে আজ শনিবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মৌলভীবাজারে ৪৮০ লিটার চোলাই মদসহ আটক ১ https://corporatesangbad.com/32718/ |