অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থ-বছর পর্যন্ত অর্থাৎ গত ৪ অর্থবছরে দেশে মোট প্রস্তাবিত বিনিয়োগ ৪৬ লাখ ৯১ হাজার ১৯৫ মিলিয়ন টাকা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরী। লিখিত জবাবে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য তুলে ধরেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, বিনিয়োগবান্ধব সরকারি নীতি গ্রহণ ও বাস্তবায়ন, প্রণোদনা প্রদান, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।
বিডার তথ্য মতে, ২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২০১২ অর্থবছরে দেশি বিনিয়োগ ৩৪ লাখ ৪৩ হাজার ৯৮৯ মিলিয়ন টাকা। বিদেশি বিনিয়োগ ১২ লাখ ৪৭ হাজার ২০৬ মিলিয়ন টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২০২২ অর্থবছরে দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৩ লাখ ৩০ হাজার ৪৯৫ মিলিয়ন টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
৪ অর্থবছরে দেশে ৪৬ লাখ ৯১ হাজার ১৯৫ মিলিয়ন বিনিয়োগ https://corporatesangbad.com/32688/ |