ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

Posted on June 10, 2023

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকায় পৌছেছে আফগানিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। শনিবার (১০ জুন) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগান টেস্ট দলের প্রথম বহর। এদিকে আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাবে দ্বিতীয় বহরটি।

ঢাকায় পৌঁছানোর পর আগামী সোমবার (১২ জুন) মূল অনুশীলন শুরু করবে আফগানরা। যদিও এর আগের দিন (১১ জুন) ঐচ্ছিক অনুশীলনের সুযোগ থাকছে। তবে সফরের একমাত্র টেস্ট শুরুর আগের দুইদিন মিরপুর একাডেমি মাঠে পুরোদমে অনুশীলন করবে করিম জানাত-নাসির জামালরা। টেস্ট ম্যাচ শেষেই বাংলাদেশ ছাড়বে সফরকারীরা। তবে জুলাইয়ের শুরুতে আবারও ফিরবে তারা।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ১৪ জুন থেকে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে মাঠে গড়াবে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে আফগানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এ ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

একনজরে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইবরাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকপরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইবরাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ খেলোয়াড় : নুর আলি, জিয়া আকবার, আজমত ওমরজাই, সায়েদ শিরজাদ।

আরও পড়ুন:

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ

ফুটবলকে বিদায় বলে দিলেন ইব্রাহিমোভিচ

আইসিসির মাস সেরার তালিকায় শান্ত