পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের উত্থানের সাথে লেনদেনও বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৫টি কোম্পানির ১৬ কোটি ৯৭ লক্ষ ৯৮ হাজার ৩৬০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৬৩ কোটি ৭৭ লক্ষ ৭৫ হাজার ৩০৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৩.৮৫ পয়েন্ট বেড়ে ৬৩৫২.৮৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৬৮ পয়েন্ট বেড়ে ২১৯২.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.০৯ বেড়ে ১৩৭৮.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, আরডি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নাভানা ফার্মা, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, জি কিউ বলপেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও আরএসআরএম স্টীল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল টি, মেট্রো স্পিনিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৩৬৮৮২৮৩৯৮৯০.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/32557/ |