‘তাকদীর’ রিমেক হচ্ছে তেলুগুতে

Posted on June 8, 2023

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘তাকদীর’। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘তাকদীর’ বেশ সাড়া জাগিয়েছিল। মুক্তির পরপরই চঞ্চল চৌধুরীর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল।

সিরিজটি এবার আসছে তেলুগু রিমেক হয়ে! এমন ঘোষণা দিল ‘তাকদীর’ এর প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

সম্প্রতি এসভিএফ এর টুইটার, ফেসবুকে এমন ঘোষণা দেয়া হয়। জানানো হয়, বাংলা ভাষার কন্টেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি পা রাখছে তেলুগু ইন্ডাস্ট্রিতে। আর প্রথম কন্টেন্ট হিসেবে তারা বেছে নিয়েছে তাকদীরকে। যদিও পোস্টে তাকদীরের নাম নেয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে হইচইয়ের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়, তাকদীর থেকেই রিমেক হচ্ছে তেলুগু সিরিজটি।

হইচই জানায়, ‘তাকদীর এবার আসছে অন্য ভাষায়, অন্য স্বাদে। এটা আমাদের জন্য গর্বের যে তাকদীর তেলুগুতে রিমেক করা হলো।’

জানা গেছে, তেলুগু সিরিজটির নাম ‘দায়া’। প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি তেলুগুলো ভার্সনের দুটি পোস্টারও শেয়ার করেছেন। যেখানে তাকদীর এর মতোই দেখা গেছে লাশবাহী ফ্রিজার ভ্যান। দেখা গেছে চালককেও! বুঝতে বাকি থাকে না, চঞ্চল চৌধুরীর চরিত্রটি তেলুগুতে রূপদান করেছেন জেডি চক্রবর্তী। যিনি রাম গোপাল ভার্মার কালজয়ী সিনেমা ‘সত্য’র জন্য বিশেষ সমাদৃত। আর সিরিজটি পরিচালনা করেছেন পবন সাদিনেনি।

তেলুগু ‘দায়া’ সিরিজে জেডি চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বীরাজ। শোনা যাচ্ছে, জুলাইয়ের ১৪ তারিখে সিরিজটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

আরও পড়ুন:

আসছে ‘বস থ্রি’

বিদ্যুৎ নিয়ে সংসদে বক্তব্য, যে ব্যাখ্যা দিলেন মমতাজ

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি