দ্রুত প্রত্যাবাসনের দাবিতে ক্যাম্প জড়ো রোহিঙ্গারা

Posted on June 8, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করার দাবি নিয়ে জড়ো হয়েছেন উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার দিকে উখিয়ায় কুতুপালং ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ক্যাম্প থেকে আসা সাধারণ রোহিঙ্গারা একত্রিত হন। ক্যাম্পের চার মোয়া নামক এলাকায় প্রায় দশ হাজার রোহিঙ্গার অংশগ্রহণে দেশে ফেরার আকুতি জানিয়ে রোহিঙ্গা তারানার (গান) মাধ্যমে শুরু হয় সমাবেশ।

সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দউল্লাহ বলেন, ‘মিয়ানমার আমাদের দেশ, অনতিবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তর্জাতিক কমিউনিটিকে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে।