আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

Posted on June 8, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : সঞ্চালন লাইনের ত্রুটি কাটিয়ে আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র।

বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ৪টায় এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে, বুধবার (৭ জুন) বেলা ২টা ৪৬ মিনিটে ঝড়ের কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী প্রকৌশলী ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সঞ্চালন লাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আবহাওয়া খারাপ হলে স্বয়ংক্রিয়ভাবেই সংযোগ বিচ্ছিন্ন হয়, বুধবারও তাই হয়েছিল। দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। তবে এতে সঞ্চালন লাইনের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

দেশের ওপর দিয়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে লোডশেডিং। এর মাঝে বুধবার বিকেল পৌনে ৩টায় দেশে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বর্তমানে ঝাড়খণ্ডে আদানির কয়লাভিত্তিক কড্ডা কেন্দ্র থেকে দেশে দৈনিক ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে তা বাংলাদেশে প্রবেশ করছে।

পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছিলেন, বুধবার রহনপুরে টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে। এতে বিকেল ৪টায় সর্বোচ্চ ৩ হাজার ৪১৯ মেগাওয়াট লোডশেডিং হয়। তারা আরও জানান, পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে বিকেল ৩টা ৬ মিনিটে লাইনটি চালু হয়। আর যাবতীয় কারিগরি প্রস্তুতি শেষে রাত ৩টা ৪৩ মিনিটে আদানির বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

উল্লেখ্য, আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এর আগে ২ জুন সর্বোচ্চ ১০৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।

আরও পড়ুন:

‘সরকারকে বেশি ঋণ দিলে মূল্যস্ফীতি বেড়ে যাবে’

সোনার দাম বাড়লো, আজ থেকে কার্যকর

বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডিকেকে অনুদান দেবে ডেনমার্ক