নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড অনলাইন টিকেট প্ল্যাটফরম সহজ লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করবে। কোম্পানিটি সহজের ১০ শতাংশ শেয়ার কিনবে। আর তার জন্য প্রয়োজন হবে ১২ কোটি টাকা।
বুধবার (৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এডিএন টেলিকম সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সহজের শেয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
উল্লেখ, সহজ লিমিটেড হচ্ছে দেশে অনলাইন টিকেটিং প্ল্যাটফরমে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। এর ব্র্যান্ড নাম সহজ। এই প্ল্যাটফরমে দেশের দূরপাল্লার সব বাসরুটের টিকেট কেনার সুযোগ আছে। এছাড়া কোম্পানিটি বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সহজের শেয়ারে বিনিয়োগ করবে এডিএন টেলিকম https://corporatesangbad.com/32417/ |