“বাংলাদেশের ফাস্টেট গ্রোয়িং ব্যাংকিং ব্রান্ড-২০২৩” এর সম্মাননা পেলো এনসিসি ব্যাংক

Posted on June 7, 2023

কর্পোরেট ডেস্ক: ব্যাংকিং সেক্টরে প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষে বিশেষ অবদানের জন্য “বাংলাদেশের ফাস্টেট গ্রোয়িং ব্যাংকিং ব্রান্ড-২০২৩” শীর্ষক আর্ন্তজাতিক সম্মাননা লাভ করেছে এনসিসি ব্যাংক।

যুক্তরাজ্য ভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ডস্ ম্যাগাজিন সম্প্রতি এ সম্মাননার ঘোষণা করে।

উল্লেখ্য, ব্যাংক হিসেবে ৩০ বছরের পথ চলায় এনসিসি ব্যাংক বিশেষায়িত পণ্য ও সেবা দিয়ে আজ গ্রাহকদের কাছে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্রান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তিগত উন্নয়ন, তরুন প্রজন্মের গ্রাহক আকৃষ্টকরণ, নারীর ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষের প্রাপ্য অধিকার আনয়ন, এসএমই ও রিটেইল ব্যবসায় গুরুত্বারোপ, ক্রেডিট ও ডেবিট কার্ডের নতুন নতুন ফিচার সংযোজন এবং ইসলামী ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু সহ আরও অন্যান্য সেবাসমূহ গ্রাহকদের নিকট দ্রুতসময়ে পৌছে দেওয়ার জন্য কাজ করছে যা আর্থিক খাতের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে সক্ষম হবে।