15 C
Dhaka
জানুয়ারী ২৫, ২০২১
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
কর্পোরেট সংবাদ

ইউসিবি’র ‘এএমএল এন্ড কমব্যাটিং দি ফিন্যান্সিং অফ টেররিজম’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক :  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)এর এএমএল ও এটিএফ ডিভিশন ‘এন্টি মানি লন্ডারিং (এএমএল) এন্ড কমব্যাটিং দি ফিন্যান্সিং অফ টেররিজম’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষন আয়োজন করে। ইউসিবি’র এক প্রেস-বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ অক্টোবর ইউসিবি-এর এএমএল ও এটিএফ ডিভিশন কোভিড ১৯ সময়কালে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে এই প্রশিক্ষণের আয়োজন করে।

ভার্চুয়াল প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ কামরুল হাসান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর এএমএল ও এটিএফ ডিভিশনের প্রধান, DCAMLCO ও এসভিপি মোঃ ইসতিয়াক আহমেদ।

এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইউসিবি’র বিভিন্ন শাখার BAMLCO, শাখা কমপ্লায়েন্স কমিটির সদস্যবৃন্দ, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ডিভিশনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ প্রায় ১০০ এর অধিক কর্মকর্তাগণ।


আরো খবর »

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুলের কুলখানি সোমবার

Polash

করপোরেট সুশাসনের জন্য আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

Polash

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ম‌্যারিকো বাংলাদেশ লিমিটেড

Tanvina