নিজস্ব প্রতিবেদক : এখন থেকে প্রতিদিন ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট যাবে সিলেটে। ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের ভ্রমণকে আরো বেশি স্বাচ্ছন্দ ও সময় উপযোগী করতে ১টি ফ্লাইট বাড়িয়ে ৩টি করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, রোববার (২৫ অক্টোবর) থেকে বর্ধিত ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।