23 C
Dhaka
নভেম্বর ২৭, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
কর্পোরেট সংবাদ

প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংকিং সেবায় ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে কাজ করবে সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রচলিত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সঙ্গে কাজ করবে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা এবং খুলনা জেলায় এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর লক্ষে চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। সুবিধা বঞ্চিত মানুষের আর্থিক অন্তর্ভূক্তির মাধ্যমে এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেশকে এগিয়ে রাখবে।

আজ শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস মো. জাফরুল হাসান, হেড অব স্মল বিজনেস কামরুল মেহেদী। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর পক্ষ থেকে নবযাত্রা প্রজেক্টের চিফ অব পার্টি রাকেশ কাটাল ও ডেপুটি চিফ অব পার্টি অ্যালেক্স বেকুন্ডা সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।


আরো খবর »

যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম ভরসা

Tanvina

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সৌজন্যে ডিআরইউতে মোটরবাইক শেড উদ্বোধন

উজ্জ্বল

আইএফআইসি ব্যাংকের সৌজন্যে: মুনীর চৌধুরী সম্মাননা পেলেন সারা যাকের এবং জাকারিয়া পদক সম্বিত সাহা

Tanvina