23 C
Dhaka
নভেম্বর ২৭, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

ব্যাঙ্গালুরুতে জিম চালু করলেন সালমান খান

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান।  প্রযোজনার জগতে তার কারিশমা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এর বাইরে তিনি একজন বিচক্ষণ ব্যবসায়ীও।

বিইং হিউম্যান নামে একটি সামাজিক সংস্থাও পরিচালনা করেন তিনি। এটি মূলত বঞ্চিতদের সুবিধার্থে কাজ করে।

ফিটনেসের প্রতিও সালমানের রয়েছেন সমান গুরত্ব। লাখো তরুণের শরীরচর্চার আইডল তিনি। সেই ভাবনা থেকে এবার ভক্তদের জন্য ব্যাঙ্গালুরুতে জিম চালু করছেন সালমান। সম্প্রতি তার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন। সেই পোস্ট থেকে জানা যায়, বেঙ্গালুরুতে একটি জিম চালু করেছেন তিনি। যার কাজ প্রায় শেষ। জিমের ব্যপারে বেশ আশাবাদী তিনি।

বর্তমানে তরুণদের মাদক থেকে বিরত থাকার ব্যপারে নানা প্রচারণা চালাচ্ছেন বলিউড ভাইজান।

লকডাউনের পর সালমান আবার শুটিংয়ে ফিরেছেন। তার বহু প্রতীক্ষিত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং শুরু করছেন তিনি। সেই সাথে বিগ বস সিজন ১৪ এর উপস্থাপনা করছেন।


আরো খবর »

আইএফআইসি ব্যাংকের সৌজন্যে: মুনীর চৌধুরী সম্মাননা পেলেন সারা যাকের এবং জাকারিয়া পদক সম্বিত সাহা

Tanvina

অভিনেত্রী সুজাতা সিসিইউতে ভর্তি

Tanvina

সালমান শাহের নামে বাস স্টেশন দিলেন এক ভক্ত

Tanvina