মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং থেকে অপহরণসহ ধর্ষণ মামলার আসামি মো. ওমর ফারুককে (২৩) গ্রেফতার করেছে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বুধবার বিকালে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানান, র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে অপহরণসহ ধর্ষণ মামলার আসামি হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড আন্দারিছড়ার মো. খুরশেদ আলমের ছেলে ওমর ফারুককে (২৩) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. ওমর ফারুকের বিরুদ্ধে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টেকনাফে অপহরণ মামলার আসামী গ্রেফতার https://corporatesangbad.com/3227/ |