26 C
Dhaka
নভেম্বর ২৯, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

হলিউডের দুই ছবি দিয়ে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক : মহামারি করোনার কারণে দীর্ঘ প্রায় সাত মাস বন্ধ থাকার পর আবার সরব হয়ে উঠছে সিনেমাপ্রেমীদের প্রিয় স্টার সিনেপ্লেক্স। এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ২৩ অক্টোবর থেকে পুরোদমে চালু হচ্ছে তাদের সবগুলো শাখা। এ দিন একসঙ্গে হলিউডের দুটি আলোচিত ছবি মুক্তি দিচ্ছে তারা। একটি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’, অন্যটি ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’। সিনেমাগুলোর জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন দর্শক। করোনাভাইরাসের কারণে দুটি সিনেমারই মুক্তি আটকে যায়।

সম্প্রতি ওই দুটি সিনেমা মুক্তি পাওয়ার পর বেশ ভালো সাড়া লক্ষ করা যায়। বিশ্বের অনেক দেশে করোনা-পরিস্থিতির মধ্যেও বিপুলসংখ্যক দর্শক সিনেমা হলে ভিড় করে। এবার বাংলাদেশের দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।

করোনা-পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। টিকেট কেনার ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকেট নেওয়াকে উৎসাহিত করছে তারা।

জানা গেছে, হলিউডের দুই সিনেমার বাইরে এ দিন বাংলাদেশের ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও নতুন করে মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’।


আরো খবর »

বরুণ-সারার ‘কুলি নম্বর ১’ এর ট্রেলার

উজ্জ্বল

ওস্তাদ শাহাদাত হোসেন খান আর নেই

উজ্জ্বল

শবনম ফারিয়ার বিবাহ বিচ্ছেদ

উজ্জ্বল