বিনোদন ডেস্ক : অভিনেতা স্বামী শরিফুল রাজকে ‘ফেক’ মানুষ মন্তব্য করে তাঁর সঙ্গে আর সংসার করতে চান না চিত্রনায়িকা পরীমণি।
সোমবার (৫ জুন) রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে নায়িকার ভাষ্য, ‘আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। সত্যি চাই না আমি, রাজের স্ত্রী হয়ে থাকতে। এখন রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।’
দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।’
এদিকে, পরীমণির প্রতি ‘ভালোবাসা’ জানিয়ে চিত্রনায়ক শরিফুল রাজ বলেছেন, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না।
‘দামাল’ সিনেমা মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমণি। সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি হয়েছে রাজ-পরীর।
এর আগে ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। এতে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। ওই ভিডিও কে পোস্ট করেছেন জানা যায়নি। তবে ওই ভিডিওর সূত্র ধরেই রাজ-পরীর সংসারে আলাদা থাকার খবর প্রকাশ্যে আসে।
আরও পড়ুন:
পাকিস্তানে সেরা সুন্দরীর মুকুট জিতলেন ঝিনাইদহের মেয়ে
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি https://corporatesangbad.com/32215/ |