26 C
Dhaka
নভেম্বর ২৪, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি

গুনগুন করলেই গানের তালিকা দেখাবে গুগল

ডেস্ক রির্পোট : গুনগুন করে গান গাইলেই সার্চ অপশনে চলে আসবে সংশ্লিষ্ট কনটেন্ট। এমন নতুন পদ্ধতি আনতে যাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল।হাম টু সার্চ নামের এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ইতিমধ্যে চলে এসেছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

গুগল অ্যাপের মাইক্রোফোন বাটনে গিয়ে স্মার্টফোন ব্যবহারকারীরা গুনগুন করলে গানের তালিকা পাবেন। গুনগুন করার ১০ থেকে ১৫ সেকেন্ড পর রেজাল্ট শো করবে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের একদম সঠিক সুর দেয়ার প্রয়োজন পড়বে না। কাছাকাছি থাকলেই একটি তালিকা সার্চ অপশনে চলে আসবে। সে সময় গানের শিরোনাম, শিল্পীর নাম এবং ইউটিউব অপশন পাওয়া যাবে।

প্রাথমিকভাবে গুগল তাদের পরীক্ষায় সফল হলেও কয়েকটি গান খুঁজতে সমস্যায় পড়তে হয়েছে। তবে তারা আশা করছে দ্রুত এ সমস্যার সমাধানও হয়ে যাবে।


আরো খবর »

আইসিটি সেক্টরে একযোগে কাজ করবে বাংলাদেশ-ভারত

উজ্জ্বল

বাজারে আসছে বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন

উজ্জ্বল

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ অনলাইনে কেনায় বিশেষ মূল্যছাড়

Tanvina