অর্থ-বাণিজ্য ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় দুই সপ্তাহের ব্যবধানে জিরার দাম কমেছে কেজিতে ৬০ টাকা, যা এক সপ্তাহ আগে প্রতি কেজি ৮২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের জিরা আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবারে ভারতে প্রাকৃতিক দুর্যোগের কারণে জিরার উৎপাদন খানিকটা ব্যাহত হয়েছে। যার কারণে ভারতের বাজারেই পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ কম এবং দাম বেশি। সম্প্রতি ভারতের বাজারে জিরার কিছুটা দাম কম হওয়ায় বন্দর দিয়ে আমদানি বেড়েছে। এ কারণেই দাম কমতে শুরু করেছে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি অব্যাহত। মাঝে আমদানির পরিমাণ একেবারে কমে গিয়েছিল। সে তুলনায় বর্তমানে বেড়েছে। আগে বন্দর দিয়ে ৪-৫ ট্রাক জিরা আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ৫-৭ ট্রাকে উন্নীত হয়েছে। বন্দর দিয়ে গত মে মাসে ৬৪টি ট্রাকে ১ হাজার ৮১১ টন জিরা আমদানি হয়েছে। এতে সরকারের রাজস্ব আহরণ বেড়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হিলিতে জিরার দাম কেজিতে কমেছে ৬০ টাকা https://corporatesangbad.com/32007/ |