![]() |
জাকির হোসেন আজাদী: খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি ঢাকার (২০২৩-২০২৪) সালের জন্য সভাপতি মনোনীত হয়েছেন ব্যারিষ্টার তানিয়া আমীর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএজি শেখ সাইফুজ্জামান।
শনিবার (৩ জুন ২০২৩) সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন সকাল ১১টায় শুরু হয়ে বিকাল ৪টা ১০ মিনিট এ শেষ হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৯০১ জন। এই নির্বাচনে ৭১টি পদে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬৮ জন প্রার্থী। ৩ টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ২ জন, দপ্তর সম্পাদক ২ জন ও আইন বিষয়ক সম্পাদক ২ জন।
নির্বাচনে ভোটারগন মোট ৩৬৯ ভোট প্রদান করেন। তার মধ্যে ২১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান (জামান)। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি এডভোকেট অনুপ কুমার সাহা ১৫৪ ভোট পান। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা আহমেদ সিদ্দিক এবং আইন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোল্লা জীবন আহমেদ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
খুলনা আইনজীবী সমিতির সভাপতি ব্যারিষ্টার তানিয়া আমীর, সম্পাদক সাইফুজ্জামান https://corporatesangbad.com/31992/ |