সূচকের সাথে বেড়েছে লেনদেনও

Posted on January 4, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৫টি কোম্পানির ৪ কোটি ৭৬ লক্ষ ৩৪ হাজার ৪০৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৯১ কোটি ১১ লক্ষ ২৯ হাজার ৯৩৩ টাকা।

বুধবার (৪ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৭.৫৬পয়েন্ট বেড়ে ৬২০২.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৬৯ পয়েন্ট বেড়ে ২১৯৬.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৬১ পয়েন্ট বেড়ে ১৩৫৫.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল বীচ, ইন্ট্রাকো রিফুয়েলিং, বসুন্ধরা পেপার, অরিয়ন ফার্মা, জেনেক্স ইনফুসেস, আনোয়ার গ্যালভানাইজিং, অরিয়ন ইনফিউশন, বিএসসি, মুন্নুু সিরামিক ও আমরা নেট।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিআইসিএল, সী পার্ল বীচ, আরএসআরএম স্টিল, নাভানা ফার্মা, বসুন্ধরা পেপার, ইউনিক হোটেল, এডিএন টেলিকম, সিএলআইসিএল, আমরা টেক ও সেন্ট্রাল ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- দেশ গার্মেন্টস, প্রাইম ব্যাংক, শাহজালাল ব্যাংক, রিলায়েন্স ওয়ান মি.ফা, লিব্রা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিকেন্টস, এপেক্স স্পিনিং, গ্লোবাল ইন্সুঃ, রেনউইক যজ্ঞেশ্বর ও জুট স্পিনার্স ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬১০৬৭৬০৯১৫৯৭.০০।