Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

প্রযোজক সোহানা সাবা, নিয়ে আসছেন ওয়েব সিরিজ ‘টুইন রিটার্নস’

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামারবাড়ী’ থেকে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন অভিনেত্রী সোহানা সাবা। ৬ পর্বের এই ওয়েব সিরিজের নাম ‘টুইন রিটার্নস’। বিষয়টি নিশ্চিত করেছেন সাবা। তিনি জানান, সিরিজটি মুক্তি পাবে ‘বিঞ্জ’-এ।

সাবা বলেন, ‘এর চিত্রনাট্যও আমার লেখা। এটি লিখেছিলাম ২০১৩ সালে। সেটা অগোছালো হয়ে ছিলো। এবার লকডাউনে পুরোটা সাজিয়ে লিখেছি।’

এ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আলোক হাসান। এর শুটিং শুরু হয়েছে সিলেটের নাজিমগড় রিসোর্টে। সেখানে শেষ করে ঢাকাতে হবে এর দৃশ্যধারণ। ঢাকার কাজ শেষ হবার পর দেশের বাইরেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান সাবা।

অভিনেত্রী সাবা এখানে ফিল্মি আমেজ থাকবে আভাস দিয়ে বলেন, ‘ওয়েব সিরিজে ২টা গান থাকবে। বাংলাদেশের শিভেন ও কলকাতার ডাব্বু গান দুটো তৈরি করছেন।’

এখানে সোহানা সাবার সঙ্গে অভিনয় করছেন কলকাতার সৌরভ চক্রবর্তী। আরও আছেন মনোজ প্রামাণিক, রুনা খান, মাজনুন মিজান, সুষমা সরকার, সায়ান্তনি ত্বিষা, রাহাত প্রমুখ।


আরো খবর »

শাকিবের সিনেমায় গাইলেন বলিউডের জুবিন নটিয়াল

উজ্জ্বল হোসাইন

ভাঙনের পথে যশ-নুসরাতের ঘর!

উজ্জ্বল হোসাইন

স্বামীকে নিয়ে ওমরাহ করতে গেলেন মাহি

উজ্জ্বল হোসাইন