26 C
Dhaka
নভেম্বর ২৯, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শেয়ার বাজার

সাপ্তাহিক টপটেন গেইনারে বীমা খাতের আধিক্য

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  টপটেন গেইনারে বীমা খাতের আধিক্য দেখা গেছে। টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশই দখল করেছে বীমা খাতের কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনারের প্রথম সাতটিই  বীমা কোম্পানির অতপর ১০ নম্বরেও রয়েছে বীমা কোম্পানি।

কোম্পানিগুলোর মধ্যে প্রভাতীয় ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪১.৪০ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৩৬.৮০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫২ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৫.২০ টাকা বা ৪১.৪০ শতাংশ বেড়েছে। 

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে নিটল ইন্স্যুরেন্সের ৩১.৫৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২৫.৪৪ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২৫.৩১ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ২৩.০৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২২.৭৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২২.৬৪ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৮.১৮ শতাংশ বেড়েছে।

এছাড়া সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় স্থান পাওয়া অন্য দুই কোম্পানির মধ্যে মুন্নু সিরামিকের ২২.১৬ শতাংশ এবং সিটি ব্যাংকের শেয়ার দর ১৮.১৮ শতাংশ বেড়েছে।

 

 


আরো খবর »

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিওতে সাড়ে ৪১ গুণ আবেদন জমা

Tanvina

দেশবন্ধু পলিমারের জমি বিক্রির সিদ্ধান্ত

Tanvina

আইপিওর সাবস্ক্রিপশন পদ্ধতি নিয়ে গণশুনানি আগামীকাল

Tanvina