আন্তর্জাতিক ডেস্ক : নজরদারির মাধ্যমে ক্রেতার গোপনীয়তা লঙ্ঘন করায় জরিমানা দিতে হলো ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনকে। ক্রেতার গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করার পর অন্তত ৩ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে জেফ বেজোসের কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকার বিষয়ক প্রতিষ্ঠান ইউএস ফেডারেল ট্রেড কমিশনের এক নিদের্শনার পর বিশাল অঙ্কের এ জরিমানা দিতে সম্মত হয়েছে আমাজন। এছাড়া শিশুদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করার অভিযোগে পৃথকভাবে প্রতিষ্ঠানটিকে আরও প্রায় আড়াই কোটি ডলার জরিমানা গুনতে হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাবা-মায়ের অনুমতি ছাড়াই অ্যালেক্সা স্মার্ট স্পিকার দিয়ে গোপনে বহু শিশুর কথা রেকর্ড করেছিল আমাজন। বিষয়টি জানাজানি হওয়ার পর বাবা-মায়েরা রেকর্ডিংগুলো মুছে ফেলতে অনুরোধ করলেও কোম্পানির কর্মকর্তারা তা করেননি।
তাছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বছরের পর বছর সংবেদনশীল ডেটা সংরক্ষণ করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এর আগেও আমাজনকে আরও কয়েকবার জরিমানার মুখে পড়তে হয়েছে। ইউএস ফেডারেল ট্রেড কমিশন জানায়, আমাজনের সাবেক এক কর্মী ২০১৭ সালে একটানা কয়েক মাস ধরে রিং সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে এক নারী ক্রেতার ওপর নজরদারি চালিয়েছিলেন।
২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে রিটেইল জায়ান্ট অ্যামাজনকে রেকর্ড ৮৮ কোটি ডলার জরিমানা করা হয়। তার আগে ২০২০ সালে আমাজনকে ৩ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করে ফ্রান্সের কর্তৃপক্ষ। সে সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের কুকিজ সংগ্রহ ও নজরদারি করার অভিযোগ আনা হয়েছিল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ক্রেতার গোপনীয়তা লঙ্ঘনের দায়ে প্রায় আমাজনকে ৪ কোটি ডলার জরিমানা https://corporatesangbad.com/31666/ |