চুয়াডাঙ্গা প্রতিনিধি: টানা ৪ দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩ দিন ধরে এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গত সোমবার (২৯ মে) চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (৩০ মে) চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩১ মে) চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বেলা ১২ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এসময় বাতাসের আদ্রতা ছিলো ৪৯ শতাংশ। তাপমাত্রা আরও বেড়ে বিকাল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৩৪ শতাংশ। বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকার কারণে প্রচুর ঘাম হচ্ছে এবং গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এবং এধারা আরও কিছুদিন অব্যহত থাকবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপ প্রবাহ https://corporatesangbad.com/31632/ |