এবারের বাজেট হবে গরিববান্ধব : অর্থমন্ত্রী

Posted on June 1, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট গরিববান্ধব হবে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, কোভিডের পরেও আমরা আমাদের লক্ষ্যমাত্রায় এগিয়ে গেছি। এবারও আমরা সেটাই অর্জন করব। সরকার দেশের মানুষকে ঠকাবে না। সরকার কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না।

বৃহস্পতিবার (১ জুন) সকালে গুলশানে নিজ ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন অর্থমন্ত্রী।

এবারের বাজেট নিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এ বাজেট এ দেশের সব মানুষের। সবাইকে নিয়ে, সবার জন্যই আমরা এ বাজেটটি করেছি।’ এবারের বাজেটে বিশেষ কোনো চাপ নেই। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় বিপুল আকারে বাড়ানো হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘যখন যেটা যে পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতি সামাল দেওয়াটা হলো আমাদের কাজ। আর বাজেটে ফিক্সড (নির্দিষ্ট) কিছু না। বাজেটে অনেক এলাকা আছে। সেই এলাকাগুলো আমরা নিজেরা টেক কেয়ার করতে পারি।’

বাজেটের লক্ষ্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যখন আমাদের কোভিড হলো, কোভিডের পর সারা বিশ্ব বসে গেল। আমাদের বলে গেল যে, আমরা এভাবে বসে যাব, কিন্তু আমরা বসিনি। আমরা কিন্তু এগিয়ে গেছি আমাদের লক্ষ্যমাত্রায়। এবারও ইনশা আল্লাহ আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকব না, আমরা হারব না। এ দেশের মানুষকেও আমরা ঠকাব না, আমরা হারাব না।’

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটের মূল শিরোনাম দেওয়া হয়েছে, ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ তিন হাজার ৯০০ কোটি টাকা। এরমধ্যে সরকারের ব্যয় চালাতে এনবিআরকে চার লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এটি চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এক লাখ এক হাজার ২৭৮ কোটি টাকা বেশি।