নিজস্ব প্রতিবেদক : দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে। বুধবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে দশমিক ৯৩ শতাংশ কমেছে।
দেশ গার্মেন্টস সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১৪ টাকা বা ৯.৯৬ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।
সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৪০ টাকা ৫০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১২৭ টাকা ৭০ পয়সা।
এর বিপরীতে বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১২৬ টাকা ৫০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা দশমিক ৯৩ শতাংশ কমেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রেকর্ড ডেটের পর দেশ গার্মেন্টসের দর কমেছে ০.৯৩ শতাংশ https://corporatesangbad.com/3154/ |