ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

Posted on May 31, 2023

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার জমাদ্দারডাঙ্গী এলাকায় একটি সেতুর নির্মাণ কাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন।

বুধবার (৩১ মে) সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছু দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।

নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), একই উপজেলার কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০) ও বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁর ছেলে জাবেদ খাঁ (২৩)।

আহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), একই উপজেলার শোলাকুণ্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)।

আহত ব্যক্তিদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, সদরপুরের জমাদ্দারডাঙ্গী এলাকায় একটি সেতুর নির্মাণকাজ চলাকালীন সেতুর পাশের রাস্তার মাটি শ্রমিকদের উপর ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন জন মারা যান। এ ছাড়া আহত হন অপর চার নির্মাণশ্রমিক। আহতদের উদ্ধার করে সদরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, খরব পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল বলেন, ‘আমরা খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ কাজে কোনো ত্রুটি কিংবা কোনো গাফিলতি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সেতুতে কর্মরত শ্রমিক সরদার বলেন, ‘আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোনো উদ্যোগ নেয়নি। মাটির পাশে গাইড ওয়াল দেওয়ার কথা বলা হলেও তারা তা করেনি। তারা উল্টো আমাদের হুমকি দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল।