পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৮টি কোম্পানির ২০ কোটি ৭৯ লক্ষ ৪১ হাজার ৭৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৯৮ কোটি ৬৫ লক্ষ ১৮ হাজার ৬৪০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬.০৫ পয়েন্ট কমে ৬৩৩৯.৭৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৬৮ পয়েন্ট কমে ২১৯৮.০২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস ১.৩৫ পয়েন্ট বেড়ে ১৩৭৭.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বসুন্ধরা পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ, নাভানা ফার্মা, জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম, ইউনিক হোটেল, মেঘনা লাইফ ইন্সুঃ, ইস্টার্ন হাউজিং, রূপালি লাইফ ইন্সুঃ ও আমরা নেটওয়ার্ক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অগ্নি সিস্টেম, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, এডিএন টেলিকম, নরদান জুট, প্রগতি লাইফ ইন্সুঃ, আইএসএন লিঃ, জেমিনী সী ফুড, এনটিসি, আইটিসি ও পেপার প্রসেসিং।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন ইন্সুঃ, জুট স্পিনার্স, ইসলামি কমার্শিয়াল ইন্সুঃ, মেঘনা সিমেন্ট, মেট্রো স্পিনিং, প্রাইম লাইফ ইন্সুঃ, সন্ধানী লাইফ ইন্সুঃ, কর্ণফুলি ইন্সুঃ, ঢাকা ব্যাংক ও ঢাকা ইন্সুঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৩৭১৯০১৭১৩৯১.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/31492/ |