চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেল ৩টার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত হুসাইন আলী (৯) একই গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে ও শিহাব উদ্দিন (৮) একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
হুসাইন ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। আর শিহাব গ্রামের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।
বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরে গোসলের জন্য বাড়ি থেকে বের হয় দুই বন্ধু হুসাইন ও শিহাব। এসময় তারা পুকুরে ডুবে নিঁখোজ হয়। বিকেলে লিমন আলী নামে এক কিশোর ওই পুকুরে গোসল করতে যায়। তখন তার পায়ে বাধে হুসাইন ও শিহাবের দেহ। লিমন চিৎকার করলে ছুটে এসে দুই শিশুর দেহ উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেন প্রতিবেশীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
ওসি আরও জানান, নিহত শিশুদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর্শনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু https://corporatesangbad.com/31416/ |