হোয়াটস অ্যাপে করা যাবে স্ক্রিন শেয়ারিং

Posted on May 30, 2023

তথ্য-প্রযুক্তি ডেস্ক : হোয়াটস অ্যাপে এখন স্ক্রিন শেয়ার করা যাবে। তবে স্ট্যাবল অ্যাপ ব্যবহারকারীরা নয় যারা বেটা ভার্সন ব্যবহার করছেন তারা নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন। কল করার সময় অপরপ্রান্তের ব্যক্তিকে আপনার স্ক্রিনের কোনোকিছু দেখাতে এই স্ক্রিনশেয়ার কাজে আসবে।

গুগল মিট, মাইক্রোসফট টিম এবং জুমে এই ফিচার আগে থেকেই আছে। হোয়াটস অ্যাপেও এবার চালু হলো। কল করার সময়ই নিচের দিকে একটি বাটনে এই অপশন যুক্ত থাকবে।

আরও পড়ুন:

হোয়াটসঅ্যাপে যেকোন চ্যাটকে করুন লক

মানবমস্তিষ্কে চিপ স্থাপনপরীক্ষা চালানোর অনুমতি পেল নিউরালিংক

মোবাইল ফোন পরিষ্কার করবেন যেভাবে