পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৪টি কোম্পানির ১৯ কোটি ২ লক্ষ ৮০ হাজার ৫৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৭৬ কোটি ১ লক্ষ ২৫ হাজার ৯৬৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৩.০৪ পয়েন্ট বেড়ে ৬৩৪৫.৭৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.১০ পয়েন্ট বেড়ে ২২০২.৭০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৯৩ বেড়ে ১৩৭৫.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লাফার্জহোলসিম বাংলাদেশ, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, নাভানা ফার্মা, ইউনিক হোটেল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, জেমিনী সী ফুড, জেএমআই হসপিটাল, বিএসসি, ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আলিফ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসী ফটওয়্যার, নাভানা ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, নর্দার্ন জুট, ন্যাশনাল টি, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও সিভিওপিআরএল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ট্রাস্ট ব্যাংক, ডিজিআইসি, অগ্রনী ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিল, মাইডাস ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৩৯২৮২৩৪৩৪৮৪.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচক বাড়লেও কমেছে লেনদেন https://corporatesangbad.com/31346/ |