চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Posted on May 30, 2023

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শান্তি মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একই দিন সকাল ৮টার দিকে সদর উপজেলার ছয়মাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তি মিয়া একই উপজেলর বুড়োপাড়ার আব্দুল মোতালেবের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে সরোজগঞ্জ বাজারের একটি স্কুলে ছেলেকে রেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শান্তি মিয়া। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ জানান, শান্তি মিয়া পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।
ওসি আরও জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।