দর পতনের শীর্ষে ওয়াইমেক্স ইলেকট্রোড

Posted on May 29, 2023

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়াইমেক্স ইলেকট্রোড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬৭ বারে ১৩ লাখ ৫১ হাজার ৩৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৭২ বারে ৪৬ লাখ ৪১ হাজার ৪৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭১ বারে ৩ হাজার ৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.০৩ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৬.০৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৩ শতাংশ, পদ্মা ইসলামি লাইফের ৫.৭০ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬২ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৫.৫৭ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.২০ শতাংশ শেয়ার দর কমেছে।