স্পোর্টস ডেস্ক : প্রায় দুই মাসের জমজমাট লড়াই শেষে আজ পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের। রোববার (২৮ মে) মেগা ফাইনালে মুখোমুখি হবে আসরের অন্যতম সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স।
কয়েক হাজার কোটি টাকার এই লিগের কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? চলুন জেনে নেওয়া যাক।
বর্তমানে আইপিএল বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ। প্রতিবছরই আয়োজনে নতুনত্ব নিয়ে আসে আয়োজকরা। কাড়ি কাড়ি অর্থ খরচেও হয়না পিছ পা। আর্থিক দিক দিয়েও আইপিএল থেকে ভালোই লাভবান হচ্ছে বিসিসিআই। হাজার কোটি টাকার এই লিগের প্রাইমানিও চোখ কপালে ওঠার মতো।
এবারের আইপিএলে মোট প্রাইমানির পরিমাণ ৪৬.৫ কোটি রুপি। যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি। রানার্স আপ দল পাবে ১৩ কোটি রুপি। তৃতীয় অবস্থানে থাকা মুম্বাই পেয়েছে ৭ কোটি রুপি। আর লখনৌ সুপার জায়ান্ট পাবে ৬.৫ কোটি রুপি।
এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল পাবেন ১৫ লাখ রুপি, সর্বোচ্চ উইকেট শিকারী পাবেন সমান ১৫ লাখ রুপি। সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার হিসেবে দেওয়া হবে ২০ লাখ রুপি, সেরা মূল্যবান প্লেয়ারকে দেওয়া হবে ১২ লাখ রুপি, পাওয়ার প্লেয়ার অব দ্যা সিজন ও সুপার স্ট্রাইকার অব দ্য সিজনের পুরস্কার পাওয়া ক্রিকেটার পাবেন ১৫ লাখ টাকা। এছাড়াও গেম চেঞ্জার অব দ্য সিজনের পুরস্কার পাওয়া ক্রিকেটার পাবেন ১২ লাখ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আইপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? https://corporatesangbad.com/30941/ |