মোবাইল ফোন পরিষ্কার করবেন যেভাবে

Posted on May 27, 2023

তথ্য-প্রযুকি্তি ডেস্ক : একটি ফোনের বিল্ড কোয়ালিটি ভালো হওয়ার পরও ময়লা জমতে পারে। অনেক প্রিমিয়াম ফোনেও গ্লসি ব্যাক দেওয়া এবং ক্যামেরা বাম্প ও পোর্টে প্রচুর ময়লা জমে। অনেক সময় কোম্পানিগুলো আইপি৬৭ বা আইপি৬৮ রেটিং দেয় না। কমদামি ফোনেই এমন হয়। আবার মিডরেঞ্জেও এমন দেখা যেতে পারে। তাই অনেক ফোনেই ঘন ঘন ময়লা জমতে পারে। সেজন্য আপনার কি করার আছে?

চলুন জেনে নেই:

*মোবাইল মোছার জন্য একটা শুকনো রুমাল সঙ্গে রাখুন। ফোনের ধূলো দূর করতে এরচেয়ে কার্যকর আর কিছুই নেই।

*দু-এক ফোটা স্যানিটাইজার দিয়ে অনেক সময় ফোন মুছে নিতে পারেন। অবশ্যই সেটা কাপড়ে লাগিয়ে। তাহলে আপনার ফোন জীবাণুমুক্ত হবে এবং ময়লাও দূর হবে।

*হালকা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে পোর্ট ও অন্যান্য জায়গা পরিষ্কার করুন।

*হেডফোন জ্যাক আর চার্জার পোর্ট ইয়ারবাড দিয়েই পরীক্ষার করতে পারেন। তুলোটা সামান্য ভিজিয়ে নিতে পারেন।

*ফোনে ফাঁটা জায়গা থাকলে বা কোনো সমস্যা থাকলে অনেক সময় তা পরিষ্কার করা ঝুঁকিপূর্ণ ডিভাইসের জন্য। তাই সার্ভিস সেন্টারে নিয়ে যান।

আরও পড়ুন:

হোয়াটসঅ্যাপে যেকোন চ্যাটকে করুন লক

দেশের সেরা ব্র্যান্ডগুলো এখন শেয়ারট্রিপে

সৌদি পুরুষ-নারী নভোচারিকে নিয়ে রকেট ভিড়েছে মহাকাশ কেন্দ্রে : নাসা