Corporate Sangbad | Online Bangla NewsPaper
বিনোদন

কলকাতার সিনেমায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় দিয়ে তিনি দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। বর্তমানে কলকাতার সিনেমায় অভিনয় করছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এ নায়িকা।

যদিও সিনেমাটির নাম এখনও ঠিক হয়নি। তবে বুধবার (২৪ মে) মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে নায়ক হিসেবে থাকছেন সোমরাজ মাইতি। চলচ্চিত্রে পরিচিত মুখ না হলেও ছোটপর্দায় জনপ্রিয় তিনি। সিনেমাটি পরিচালনা করবেন বাবা যাদব।

সিনেমা প্রসঙ্গে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, বাবা যাদবের সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আশা করি এই কাজটি বরাবরের মতো সাকসেস হবে। আগস্ট মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে, বৃহস্পতিবার (২৫ মে) জামাইষষ্ঠীতে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ সিনেমাটি। অঙ্কুশের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া অভিনয় করেছেন রুদ্রনীল, সৌহিনী সরকার, অনির্বাণ ও প্রিয়াংকা সরকার।

আরো খবর »

রাজের সঙ্গে সংসার ভাঙলে দায়ী হবে সুনেরাহ: পরীমণি

নতুন সংসদভবন উদ্বোধনের ভিডিও পোস্ট, কটাক্ষের শিকার শাহরুখ

মিথিলার সঙ্গে বিচ্ছেদ ইস্যুতে যা বললেন সৃজিত