চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের উদ্যোক্তা মো. সানাউল্লাহ সুমনের ভার্মি কম্পোস্ট কেঁচো সার উৎপাদন খামার ও মেসার্স সুমন এগ্রো প্রজেক্ট পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ।
বৃহস্পতিবার (২৫মে) বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের -১ অধিশাখার উপসচিব লিয়াকত আলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপসচিব মোঃ ফজলে এলাহী। চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নায়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াব এবং মেসার্স সুমন এগ্রো প্রজেক্টের স্বত্বাধিকারী সানাউল্লাহ সুমন সহ আরও অনেকে।
উপসচিব লিয়াকত আলী বলেন, সানাউল্লাহ সুমন এর ভার্মি কম্পোস্ট এবং বায়োগ্যাস প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন করা হয়। সানাউল্লাহ সুমন খুব উদ্যামি এবং কর্মঠ মনে হয়েছে । আমি তার সাফল্য কামনা করি ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শিবগঞ্জে যুব উন্নয়নের প্রতিনিধি দলের ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শন https://corporatesangbad.com/30708/ |