Corporate Sangbad | Online Bangla NewsPaper
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

উল্লাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমজাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া ফলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সহকারী শিক্ষক হিসেবে আমজাদ হোসেন ২০০২ সালে ফলিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি ইতোপূর্বে চিথুলিয়া রাবেয়া নজিবর রহমান উচ্চ বিদ্যালয় শাহজাদপুরে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান এবং ২০১৯ সাল হতে অদ্যাবধি কর্মদক্ষতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। অত্র স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের লেখাপড়ার গুণগতমান পরিবর্তনে উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখেছেন। নায়েম, মাউশি, সিপিডি, আইসিটির বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত এই শিক্ষক অত্যান্ত দক্ষতার সাথে বিদ্যালয়ের স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড, ফুটবল, ভলিবল খেলায় উপজেলা ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। জেএসসি ও এসএসসিতে ভালো ফলাফল, পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন বিদ্যালয় হিসেবে উপজেলার মধ্যে বেশ পরিচিতি লাভ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সামছুল হক প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের সর্বদাই চেষ্টা করেন।

আরো খবর »

২০২৬ সালে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাল সনদে চাকরি নিয়ে ধরা ঝিনাইদহের ১৪ শিক্ষক