ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন

Posted on May 25, 2023

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৪তম ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার সম্পন্ন হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী এ কোর্সে অংশগ্রহণ করেন।