আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা দর্শনায় অভিযান চালিয়ে প্রায় দুই মণ রুপার গহনা উদ্ধার ও প্রায় আড়াই কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ শাহানারা বেগম (৪৮) নামের এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬)।
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৬ ব্যাটালিয়ন বিজিব'র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। আটক শাহানারা বেগম দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত কাশেম আলীর স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, বুধবার বেলা ৫ টসের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র একটি দল দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মোস্তাফা মিয়ার পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে চারটি ব্যাগ থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম (প্রায় দুই মণ) রুপার গহনা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, বুধবার দুপুরে দর্শনার বাড়াদি ক্যাম্পের বিজিবি টহলদল স্থানীয় নাস্তিপুর কবরস্থান রোডে সন্দেহজনক এক বোরকা পরিহিত শাহানারা বেগম নামের এক নারীর দেহে তল্লাশি চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ (২ কেজি ৩৪১ গ্রাম) তাকে আটক করে।
উদ্ধার করা রুপার বাজার মুল্য ১ কোটি ২০ লাখ এবং সোনার মূল্য দুই কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকা বলে জানায় বিজিবি।
লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, উদ্ধার করা মালামাল ট্রেজারিতে পাঠানো হয়েছে এবং আটক শাহানারা বেগমকে মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর্শনায় দুই মণ রুপা ও ২০টি স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক https://corporatesangbad.com/30587/ |