কর্পোরেট ডেস্ক : ২০২২ সালের ডিসেম্বরে হন্ডুরাসের কফি রফতানি ২০২১ সালের তুলনায় ১৫ শতাংশ কমেছে। সম্প্রতি দেশটির ন্যাশনাল কফি ইনস্টিটিউট এ তথ্য জানায়। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে হন্ডুরাস কফি ইনস্টিটিউটের (আইএইচক্যাফে) দেয়া তথ্যানুযায়ী, মধ্য আমেরিকায় সুগন্ধি কফির অন্যতম রফতানিকারক দেশ হন্ডুরাস। ২০২২ সালের ডিসেম্বরে দেশটি ৬০ কেজি ওজনের ২ লাখ ৫২ হাজার ৬৫৬ ব্যাগ কফি বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করেছে। যেখানে আগের বছর এর পরিমাণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৫৩৯ ব্যাগ।
গত বছরের অক্টোবরে বিপণন মৌসুম শুরু হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে মৌসুম শেষ হবে। চলতি মৌসুমে দেশটি ৫৫ লাখ ২০ হাজার ব্যাগ কফি রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মৌসুমের এখন পর্যন্ত রফতানি হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫২১ ব্যাগ। অর্থাৎ নির্ধারিত রফতানি লক্ষ্যমাত্রার ৬.২৬ শতাংশ পূরণ হয়েছে।
আইএইচক্যাফের তথ্যানুযায়ী, আগের মৌসুমের তুলনায় এবার কফির গড় বিক্রি মূল্য ২ শতাংশ বেড়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় হাই-এন্ড অ্যারাবিকা কফি উৎপাদন হয় মধ্য আমেরিকার দেশগুলোয়। কিন্তু এবার বৈশ্বিক বাজারমূল্যে উত্থান-পতনে এ অঞ্চলের কফি রফতানি বাধাগ্রস্ত হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১৫ শতাংশ কমেছে হন্ডুরাসের কফি রফতানি https://corporatesangbad.com/3046/ |