আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে নতুন বছরের প্রথম ‘বিগ টিকিট র্যাফেল ড্র’তে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। লটারিতে মোহাম্মদ রায়ফুল নামের ওই প্রবাসী জিতেছেন ৩৫ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা ১০৫ কোটি টাকার সমান।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, মোহাম্মদ রায়ফুল সংযুক্ত আরব আমিরাতের আল আইনের বাসিন্দা। তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। গত ১০ ডিসেম্বর টিকিটটি কিনেছিলেন তিনি।
এদিকে, মঙ্গলবার (৩ জানুয়ারি) লটারির ফল ঘোষণার পর আয়োজকরা প্রাথমিকভাবে একাধিকবার চেষ্টা করেও রায়ফুলের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। পরে জানা যায়, তিনি সে সময় গাড়ি চালাচ্ছিলেন।
সৌভাগ্যবশত আয়োজকরা আল আইনের বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশি রায়ফুলের কাছে তার জ্যাকপট জেতার খবরটি পৌঁছাতে সক্ষম হয়।
খালিজ টাইমসের খবরে বলা হয়, রায়ফুল আল আইনের একটি কোম্পানিতে পিকআপ চালক হিসেবে কাজ করেন এবং নয় বছর ধরে তিনি টিকিট কিনছেন। যে টিকিটে তিনি পুরস্কার পেয়েছেন, তা ২০ বন্ধু মিলে অনলাইনে কিনেছিলেন তিনি। তারা সবাই এখন পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।
বড় অঙ্কের এ অর্থ পুরস্কার পাওয়ার পর প্রবাসী বাংলাদেশি রায়ফুল বলেন, ‘আমি ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। বিশ্বাস করতে পারছি না যে, আমি লটারি জিতেছি। আমি খুবই আনন্দিত।’
লটারিতে জেতা টাকা কীভাবে ব্যবহার করবেন–জানতে চাইলে রায়ফুল জানান, এখনও এ নিয়ে কোনো পরিকল্পনা করেননি তিনি।
আবুধাবি এয়ারপোর্ট ও শহরের উন্নয়নের জন্য ১৯৯২ সালে এ বিগ টিকিট লটারি চালু হয়। লটারির ড্র প্রতি মাসে অনুষ্ঠিত হয়। প্রতি মাসেই প্রথম পুরস্কারের টাকার মূল্যও পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এই ড্রয়ের মূল্য ছিল ৩৫ লাখ দিরহাম।
এদিকে লটারির দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ভারতীয় এক নাগরিক। তার পুরস্কারের মূল্যমান ১০ লাখ দিরহাম।
আয়োজতরা জানান, ২৩মি লিয়ন দিরহামের জন্য পরবর্তী ড্র অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। যারা এই মাসজুড়ে টিকিট কিনবেন তারাও স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক ইলেকট্রনিক ড্রতে ১ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ জেতার সুযোগ পাবেন।
এছাড়াও গ্র্যান্ড পুরষ্কার ১ মিলিয়নের একটি দ্বিতীয় পুরস্কার, পাশাপাশি ১ লাখ দিরহামের তৃতীয় পুরস্কার, এবং ৫০ হাজার দিরহামের চতুর্থ পুরস্কারের পরিমাণ ঘোষণা করা হয়েছে।
‘বিগ টিকিট মিলিয়নিয়ার’-এর টিকিটের মূল্য ৫০০ দিরহাম। দুটি টিকিট কিনলেই ১টি টিকিট ফ্রি।
এছাড়াও, যে গ্রাহকরা ‘ড্রিম কার’ টিকিট কিনবেন তারা ৩ ফেব্রুয়ারিতে একটি রেঞ্জ রোভার জেতার সুযোগ পাবেন। একটি ‘ড্রিম কার’ টিকিটের মূল্য ১৫০ দিরহাম। বিগ টিকেট ওয়েবসাইট www.bigticket.ae এর মাধ্যমে অথবা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল আইন বিমানবন্দরের ইন-স্টোর কাউন্টারে গিয়ে টিকিট কেনাকাটা করা যেতে পারে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
লটারিতে ১০৫ কোটি টাকা পেলেন আমিরাত বাংলাদেশি প্রবাসী https://corporatesangbad.com/3042/ |