দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

Posted on May 23, 2023

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫২৬ বারে ২৩ লাখ ৬১ হাজার ৪৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৪২৯ বারে ৩ লাখ ৩৬ হাজার ৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১৭ বারে ৫৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রহিম টেক্সটাইলের ৯.৮৭ শতাংশ, আরামিট সিমেন্টের ৯.৭৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৩৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৮.৭২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭১ শতাংশ এবং নর্দান জুট ম্যানুফ্যাক্চারিংয়ের ৮.৭১ শতাংশ শেয়ারদর বেড়েছে।