নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এ.এইচ.এম মুকবল হোসেন, এনডিসি, পিএসসি।
আজ (২৩, মে) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হয়। যা আগামী ২৪ মে, ২০২৩ থেকে কার্যকর হবে। এর আগে সোমবার (২২ মে) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক থেকে পদত্যাগ করেন সাং ওয়াই মিন।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিগ্রেডিয়ার জেনারেল এ.এইচ.এম মুকবল হোসেন, এনডিসি, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন।
রিংশাইন টেক্সটাইলের স্বতন্ত্র পরিচালক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার বলেন, আজকের পর্ষদ সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি তার মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
রিংশাইন টেক্সটাইল ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে মোট শেয়ারের ২১ দশমিক ৩২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কছে। বাকী শেয়ারের মধ্যে ১১ দশমিক ০৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৬ দশমিক ৭৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৬০ দশমিক ৮২ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) তাইওয়ানের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিংশাইন একটি শক্তিশালী কোম্পানি হিসেবেই পরিচিত।
১৯৯৬ সালে ডিইপিজেডে তাইওয়ানের নাগরিক মি সাও সোয়েটার কারখানাটি চালু করেন। ব্যবসায়িক সাফল্যে একে একে তিনি গড়ে তোলেন অ্যাভাস গার্ড লিমিটেড, শাইন ফ্যাশন লিমিটেড ও ইন্টার লগ লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নতুন এমডি পেলো রিং শাইন টেক্সটাইল https://corporatesangbad.com/30295/ |