নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯ বারে ২৫ হাজার ৮২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৩৩ বারে ৪৩ লাখ ৭২ হাজার ৬৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৫৮ বারে ১ লাখ ১৭ হাজার ৪৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২৩ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- নাভানা সিএনজির ৩.৮০ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৩.১০ শতাংশ, শামপুর সুগার মিলসের ২.৬৪ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ২.৬৪ শতাংশ, ইন্ট্রাকোর ২.৫৭ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২.৪৫ শতাংশ এবং রতনপুর স্টিলের ২.০৭ শতাংশ শেয়ার দর কমেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর পতনের শীর্ষে যমুনা ব্যাংক https://corporatesangbad.com/30284/ |