আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়েকে অনুদান হিসেবে আরও ২০টি লোকোমোটিভ (ইঞ্জিন) দিয়েছে ভারত।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে বাংলাদেশ রেলওয়ের কাছে ব্রড গেজ ইঞ্জিনগুলো হস্তান্তর করে ভারত। ব্রডগেজ লোকোমোটিভ গুলো দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছালে ফুল দিতে বরণ করে নেয়া হয়। পরে ভারতের দেয়া উপহার ২০ টি রেলের ডিজেল ইঞ্জিন রেলওয়ে বোর্ড ইন্ডিয়ার ট্রাফিক ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস ঈশ্বরদী লোকোমোটিভ বিভাগের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরেক জামালের কাছে বুঝিয়ে দেন।
এরআগে লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। একই সাথে চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে অংশে হস্তান্তর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনের পর ব্রড গেজ ইঞ্জিনগুলোর সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের বিস্তারিত (স্পেসিফিকেশন) যাচাই, আমদানি ছাড়পত্র গ্রহণ, কাস্টমস ডিউটি, ভ্যাট ও ট্যাক্স প্রক্রিয়া সম্পন্ন করে দেশে আনা হয়েছে। ঈশরদী থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে ইঞ্জিন গুলো পণ্য পরিবহনে ব্যবহার করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভারত থেকে এলো অনুদানের ২০ রেলইঞ্জিন https://corporatesangbad.com/30274/ |