![]() |

নিজস্ব প্রতিবেদক : শিল্পখাতে অসাধারণ অবদানের স্বীকৃতস্বরূপ বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ও জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলুকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০২১ সম্মাননা পদক প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়।
সোমবার (২২ মে) বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আজকে যারা পদক পেয়েছেন, তাদের অত্যন্ত সচেতনভাবে সততা নিয়ে নির্বাচিত করা হয়েছে। দেশের উন্নয়নে ব্যবসায়ীদের বিশাল অবদান রয়েছে। শিল্পোৎপাদনে কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমন্বিতভাবে আমাদের সমাধান করতে হবে। ভবিষ্যতে আপনাদের চলার পথ যাতে সহজ হয়, সেজন্য আপনাদের পাশে আমরা আছি।
অনুষ্ঠানের সভাপতি জাকিয়া সুলতানা বলেন, আপনারা শিল্পোদ্যোক্তা। শিল্পবান্ধব পরিবেশ আপনারা চান। আমরাও চাই যেন আপনাদের জন্য শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে দিতে পারি। এখানে আমাদের দু’জন অবিভাবক আছেন, আমাদের প্রধান অতিথি সার্বক্ষণিক সহযোগিতা করছেন। আজকে যারা পুরস্কার পেলেন তারা দেশের উন্নয়নে বিশাল অবদান রেখেছেন। আমি আশা করি, আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব।
পদকপ্রাপ্তদের উদ্দেশে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, আজকে যারা পদক পেয়েছেন, তাদের মোট ৯টি ক্যাটাগরি বিবেচনা করে এই পদক প্রদান করা হয়েছে। আমি আশা করি, এই পদক আপনাদের আরও বেশি উৎসাহ জোগাবে। দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।
এবার ৬ ক্যাটাগরিতে মোট ৪৪ জন ব্যক্তিকে এ পদক প্রদান করা হয়।
উল্লেখ্য, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ও জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু (সিআইপি) দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। হুমায়ূন কবির বাবলু ১৯৭৩ সালে সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি লস এঞ্জেলস সিটি কলেজ এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিআইপি সম্মাননা পেলেন বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির বাবলু https://corporatesangbad.com/30190/ |